রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ডাক্তারি কোন চাকরি নয় সেবামূলক পেশা : কিশোরগঞ্জের ডিসি 

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডাক্তারি কোন চাকরি নয় সেবামূলক পেশা : কিশোরগঞ্জের ডিসি 

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন, ডাক্তারি কোন চাকরি নয়, এটা একটা সেবামূলক পেশা। মঙ্গলবার (৪ জুন) কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ১১তম ব্যাচের নবীণ বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জেলা প্রশাসক আরো বলেন, আমাদের ছেলেমেয়েরা ইমোশনাল হয়ে সুইসাইডের ঘটনা ঘটাচ্ছে। সে মনে করেছে এ পৃথিবীটা আমার জন্য না আমি চলে গেলাম।

শিক্ষার্থীদের উদ্যেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনাদের বয়স কম। আপনাদের অনেক বন্ধু হবে। কিন্তু এই বন্ধু যেন ক্ষতির কারণ না হয়। আপনারা সবাই ডাক্তার হবেন। যাদের আমরা রোগী বলি তারা কারো না কারো আত্বীয়। রোগী কিন্তু সবাই। 

সবশেষে জেলা প্রশাসক বলেন, প্রতি বুধবার আমার সঙ্গে কথা বলতে কোন আপয়েন্টমেন্ট লাগে না। বুধবারে আমি কোন মিটিং রাখি না। চেষ্টা করি যারা আসে তাদের সময় দিতে।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা. এ এস এম শহিদুল্লাহ। 

এ সময় করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মজিবুর রহমান বেলাল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, ১১তম ব্যাচের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

টিএইচ